রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৯ নভেম্বর ২০২৪ ১৭ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের ‘না’। ফলে আপাতত ভাঙা পড়বে না মন্দারমণির কোনও হোটেল। সমুদ্রের ধারে বেআইনিভাবে এই হোটেলগুলি নির্মাণের ফলে প্রভাব পড়ছে পরিবেশের উপর। এই কারণ দেখিয়ে ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (এনজিটি) মন্দারমণির ১৪০টি হোটেল ও রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দেয়। পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন এবিষয়ে নির্দেশ জারি করে জানায় আগামী ২০ নভেম্বরের মধ্যে এই নির্দেশ কার্যকরী অর্থাৎ এই নির্মাণগুলি ভেঙে ফেলতে হবে।
মঙ্গলবার এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, ‘আমি এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ–এর সঙ্গে দেখা করে তাঁদের বিষয়টি জানাই। তাঁরা জানিয়েছেন, এনজিটি’র এই নির্দেশ সম্পর্কে রাজ্য সরকার অবগত ছিল না। কিন্তু ভাঙার বিষয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এর বিপক্ষে। এতগুলো লোকের জীবিকা ওই হোটেলগুলির উপর নির্ভর করছে। এর পাশাপাশি মন্দারমণিতে হোটেল মালিকদের যে সংগঠন আছে তারাও কলকাতা হাইকোর্টে এবিষয়ে আবেদন করেছে। মঙ্গলবার এই মামলার একটা শুনানি হয়েছে।’
রাজ্যের পর্যটনের মানচিত্রে মন্দারমণি যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঘরের পাশে সমুদ্র উপভোগ করতে অনেকেই এই জায়গাটি পছন্দ করেন। কলকাতা থেকে এর দূরত্বও বেশি নয়। ফলে ইচ্ছে করলেই চলে যাওয়া যায়। সেজন্য দিন দিন পর্যটকদের ভিড় যত বেড়েছে ততই সেখানে বেড়েছে হোটেল ও রিসর্টের সংখ্যা।
কিন্তু অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী কোনওরকম নিয়মনীতির তোয়াক্কা না করে সমুদ্রের ধারে যত্রতত্র হোটেল ও রিসর্ট গড়ে তুলেছেন। যার জেরে ধাক্কা খাচ্ছে বাস্তুতন্ত্র। ক্ষতি হচ্ছে পরিবেশের উপর। বিষয়টি গড়ায় এনজিটি পর্যন্ত। এরপরেই ট্রাইব্যুনালের তরফে এই নির্দেশ আসে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হোটেল মালিকদের সংগঠন জানায়, তারা বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন। কারণ এই হোটেল ও রিসর্টের ব্যবসায়ের সঙ্গে অনেক লোকের জীবিকা নির্ভর করছে। এর পাশাপাশি তাঁরা যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক অখিল গিরির সঙ্গে। মাঠে নামেন অখিল। দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখানেই তাঁকে রাজ্য সরকারের মনোভাব জানিয়ে দেওয়া হয়।
নানান খবর
নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা